চিরসত্য
-শুভ্রজিৎ রায়
নিঃসঙ্গতার
জোয়ারে ভেসে চলেছি আমি,
শোপেনহাওয়ার
আমার হাত ধরে বসে আছে।
বিষন্নতার
নাগপাশে বিদ্ধ আমি আজ নিঃসঙ্গ;
বেদ,
বেদাঙ্গ, বেদান্ত আজ সব মিথ্যে।
ঈশ্বর আজ
মরে গেছে, চতুর্দিকে নগ্ন স্বেচ্ছাচারিতা।
আমার
চারপাশে শুধু কঙ্কালের হাড়গোড়,
গলা পচা
মৃতদেহের দুর্গন্ধে চারপাশ আচ্ছন্ন।
মুক্তি
চাই আমি এই নিঃসঙ্গ বিষন্নতার গ্রাস থেকে।
ওই যে
আমি তোমাকে দেখতে পাচ্ছি, তুমি আসছ;
তুমিই
ছিনিয়ে নেবে আমাকে নিঃসঙ্গতার গ্রাস থেকে।
তুমিই তো
ঈশ্বর, তুমি মহাকাল, তুমি মৃত্যু;
সবকিছু মিথ্যে, সবকিছু
ভ্রম, তুমিই চিরসত্য।।
No comments:
Post a Comment